একটা ফেসবুক আইডি আমাদের কত প্রিয়।
একটা ফেসবুক আইডি আমাদের কত প্রিয়।
আমরা আমাদের কত শত আবেগকে সাজিয়ে গুছিয়ে প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছি এখানে। কিন্তু কিছুক্ষণ পর-ই যদি আমি মারা যাই...ইনবক্সে জমা হওয়া ম্যাসেজগুলো দিনের পর দিন পড়েই থাকবে, নোটিফিকেশন ও আর কেউ চেক করবে না। কেউ না। কখনো না। . আমার কোনো ফ্রেন্ড হয়তো আমাকে ট্যাগ করে পোষ্ট দেবে, প্রাইভেসির জন্য সেটা পর্যন্ত আমার ওয়ালে শো করবে না। কেউ হয়তো কল করে জেনে নেবে আমার আম্মুর কাছ থেকে। দুদিন কিছু ফ্রেন্ড মন খারাপ করবে। আর অনেকে তো জানতেও পারবে না যে, আমি আর নেই। . তারপর...হ্যাঁ তারপর সময়ের স্রোতে আমাকে একদিন সবাই ভুলে যাবে। আইডিটা পড়ে থাকবে অনির্দিষ্ট সময় ধরে। কেউ হয়তো ভুল করে নক করবে। আবার কেউ কেউ আমার আইডির ছায়া পর্যন্ত মাড়াবে না ভয়ে। উফফ! পৃথিবীর সবকিছু যেন মিথ্যে। সবকিছু যেন অর্থহীন। আমাদের চলে যেতেই হবে। দুদিনের এ পৃথিবীর কিছুই চিরস্থায়ী হবে না। অথচ আমরা বুঝি না। দিব্যি মনের মাধুরী মিশিয়ে স্বপ্ন সাজাই। ইস....কত্ত বোকা আমরা!!.......
একটা ফেসবুক আইডি আমাদের কত প্রিয়।
আমরা আমাদের কত শত আবেগকে সাজিয়ে গুছিয়ে প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছি এখানে। কিন্তু কিছুক্ষণ পর-ই যদি আমি মারা যাই...ইনবক্সে জমা হওয়া ম্যাসেজগুলো দিনের পর দিন পড়েই থাকবে, নোটিফিকেশন ও আর কেউ চেক করবে না। কেউ না। কখনো না। . আমার কোনো ফ্রেন্ড হয়তো আমাকে ট্যাগ করে পোষ্ট দেবে, প্রাইভেসির জন্য সেটা পর্যন্ত আমার ওয়ালে শো করবে না। কেউ হয়তো কল করে জেনে নেবে আমার আম্মুর কাছ থেকে। দুদিন কিছু ফ্রেন্ড মন খারাপ করবে। আর অনেকে তো জানতেও পারবে না যে, আমি আর নেই। . তারপর...হ্যাঁ তারপর সময়ের স্রোতে আমাকে একদিন সবাই ভুলে যাবে। আইডিটা পড়ে থাকবে অনির্দিষ্ট সময় ধরে। কেউ হয়তো ভুল করে নক করবে। আবার কেউ কেউ আমার আইডির ছায়া পর্যন্ত মাড়াবে না ভয়ে। উফফ! পৃথিবীর সবকিছু যেন মিথ্যে। সবকিছু যেন অর্থহীন। আমাদের চলে যেতেই হবে। দুদিনের এ পৃথিবীর কিছুই চিরস্থায়ী হবে না। অথচ আমরা বুঝি না। দিব্যি মনের মাধুরী মিশিয়ে স্বপ্ন সাজাই। ইস....কত্ত বোকা আমরা!!.......
Comments
Post a Comment