২০ কোটি রূপিতে তিন গান!
- Get link
- X
- Other Apps
২০ কোটি রূপিতে তিন গান!
সালমান খানের ‘টিউবলাইট’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। কিন্তু মুক্তির আগেই এই ছবির তিনটি গানের সত্ত্ব প্রযোজক বেঁচে দিয়েছেন। সনি মিউজিকের কাছে এই ছবির গানের সত্ত্ব বিক্রি করা হয়েছে ২০ কোটি রুপিতে।
কবির খান পরিচালিত ও প্রযোজিত এই ছবির প্রযোজক সালমান খানও। মঙ্গলবার সনি মিউজিকের কাছে তাঁরা ‘টিউবলাইট’ ছবির গানের সত্ত্ব বিক্রি করে দিয়েছেন। তবে, সালমান বা কবির কেউই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি।
এর আগে সালমান খান অভিনীত আলোচিত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-এর গানের সত্ত্ব বিক্রি হয়েছিল ১৭ কোটি রুপিতে। আর ১৯ কোটি রুপিতে শাহরুখ খান ও কাজলের ছবি ‘দিলওয়ালে’-এর গানের সত্ত্ব বিক্রি করা হয়।
‘টিউবলাইট’-এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম। ছবিটি মুক্তি পাবে এই বছরের জুন মাসে। হিন্দুস্থান টাইমস।
এর আগে সালমান খান অভিনীত আলোচিত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-এর গানের সত্ত্ব বিক্রি হয়েছিল ১৭ কোটি রুপিতে। আর ১৯ কোটি রুপিতে শাহরুখ খান ও কাজলের ছবি ‘দিলওয়ালে’-এর গানের সত্ত্ব বিক্রি করা হয়।
‘টিউবলাইট’-এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম। ছবিটি মুক্তি পাবে এই বছরের জুন মাসে। হিন্দুস্থান টাইমস।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment