সিনেমাপাড়ায় এখনই ঈদের আমেজ!

সিনেমাপাড়ায় এখনই ঈদের আমেজ!

ঈদের সম্ভাব্য আরেকটি ছবির নাম বস ২। দ্রুত এগিয়ে চলছে সেই ছবির শুটিং। নায়িকা নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম আর ফেসবুক পাতায় চোখ রাখলেই বোঝা যায় ছবিটির শুটিং তৎপরতা কত দ্রুত এগিয়ে চলছে। কিছুদিন আগে থাইল্যান্ডে এই ছবির শুটিং হয়। টালিউডের জিৎকে এই ছবিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে। ছবিটির বাংলাদেশ অংশের পরিচালক আবদুল আজিজ বলেন, ‘ছবির ২৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং হবে। শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল, ছবিটি ঈদে মুক্তি দেব।’
এদিকে নাম ঠিক না হওয়া ঈদের আরেকটি ছবির শুটিং শুরু হয়েছে ১৬ মার্চ। যৌথ প্রযোজনার সেই ছবির শুটিং কলকাতায় চলছে। ছবির পরিচালক রাজীব বিশ্বাস জানান, ঈদ সামনে রেখে তাঁরা কাজ করছেন। বাকিটুকু সময়ই বলে দেবে। এতে বাংলাদেশের শাকিব খানের বিপরীতে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা অভিনয় করছেন।
তবে শাকিবের আরেকটি ছবি নবাব নিয়ে কিছু দ্বিধা দেখা দিয়েছে। কিছুদিন আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ছবি মুক্তির ব্যাপারে দুই প্রতিষ্ঠান দিচ্ছে দুই রকম তথ্য। ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান একে আগামী ঈদের ছবি হিসেবে ঘোষণা দিলেও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্পষ্ট করছে না।

Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?

সাক্ষাৎকার : হাসান আজিজুল হক ‘আমি আমার শেষ নিয়ে ভাবছি না’