যেসব গেমে মজে ছিল ভিডিওপ্রেমীরা

যেসব গেমে মজে ছিল ভিডিওপ্রেমীরা


 ভিডিও গেম বললেই চোখের সামনে ভেসে ওঠে শিশু-কিশোরের ছবি। কিন্তু এখন শুধু শিশু-কিশোর নয়, তরুণ থেকে শুরু করে মধ্যবয়স্ক ব্যক্তিদেরও ভিডিও গেমস নিয়ে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। আর ভিডিও গেমপ্রেমীদের জন্য এ বছরটি ছিল দুর্দান্ত। সনি প্লেস্টেশন, মাইক্রোসফট এক্সবক্স কিংবা পিসিতে দুর্দান্ত গ্রাফিকস গেম হিসেবে অনেককেই মাতিয়ে রেখেছিল এ গেমগুলো।
আনচার্টেড ৪: অ্যা থিফস এন্ডআনচার্টেড ৪: অ্যা থিফস এন্ডআনচার্টেড ৪: অ্যা থিফস এন্ড: সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের তৈরি ও নটি ডগসের প্রকাশনায় অ্যাকশন রোমাঞ্চে ভরপুর গেমটি এ বছর উন্মুক্ত হয়। এটি আনচার্টেড ৩ গেমটির সিক্যুয়েল। গেমটির প্রধান চরিত্র নাথান ড্রেক। গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে তৈরি গেমটি। এটি শুধু প্লেস্টেশন প্ল্যাটফর্মের জন্য তৈরি। সিংগেলপ্লেয়ার ও মাল্টিপ্লেয়ার মোডে গেমটি খেলা যায়।
ডিউস ইএক্স: ম্যানকাইন্ড ডিভাইডেডডিউস ইএক্স: ম্যানকাইন্ড ডিভাইডেডডিউস ইএক্স: ম্যানকাইন্ড ডিভাইডেড: পিসি, সনি প্লেস্টেশন ৪ ও মাইক্রোসফট এক্সবক্স ওয়ান কনসোলে এ গেমটি খেলা যায়। রোল প্লেয়িং ভিডিও গেমটির নির্মাতা এইদোস মন্ট্রিয়াল। এর প্রকাশক স্কয়ার এনিক্স। আগের ডিউস এক্স: ম্যানকাইন্ড রেভুল্যুশন গেমটির মতো ম্যানকাইন্ড ডিভাইডেড গেমটিতে অ্যাডাম জেনসেনের চরিত্র নিয়ে খেলা যাবে।
ডুম (২০১৬)ডুম (২০১৬)ডুম (২০১৬): ফার্স্ট পারসন শুটার গেমটি এ বছরের মে মাসে উন্মুক্ত করে প্রকাশক বেথিসডা সফটওয়ার্কস। এর নির্মাতা আইডি সফটওয়্যার। পিসি, প্লেস্টেশন ও এক্সবক্সের উপযোগী গেমটিতে গেমারকে নাম-পরিচয়হীন এক মেরিন সেনার চরিত্র নিতে হয়। মঙ্গল গ্রহকে শত্রুমুক্ত করতে খেলতে হয় গেমারকে।
ফাইনাল ফ্যানটাসি ফিফটিনফাইনাল ফ্যানটাসি ফিফটিনফাইনাল ফ্যানটাসি ফিফটিন: এ বছরের জনপ্রিয় গেমগুলোর একটি হচ্ছে ফাইনাল ফ্যানটাসি ফিফটিন। স্কয়ার এনিক্সের তৈরি গেমটি প্লেস্টেশন ৪ ও এক্সবক্স ওয়ান সমর্থন করে। এটি সিংগেল প্লেয়ার মোডে খেলা যায়। নকটিস লুসিস সেলাম ও তার রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে গেমটি।
ফরজা হরাইজন থ্রিফরজা হরাইজন থ্রিফরজা হরাইজন থ্রি: ফরজা হরাইজন থ্রি রেসিং গেম হিসেবে গেমারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। প্লেগ্রাউন্ড গেমসের তৈরি গেমটির প্রকাশক মাইক্রোসফট স্টুডিওস। এক্সবক্স ওয়ানের জন্য তৈরি গেমটি সিংগেল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ার মোড সমর্থন করে। ওপেন-ওয়ার্ল্ড এ গেমটিতে প্লেয়ার স্পোর্টস কার বা ডার্ট কার নিয়ে অস্ট্রেলিয়ার রাস্তায় ঘুরে বেড়াতে পারবেন। এ ছাড়া গেমটিতে অস্ট্রেলিয়ার আবহাওয়া ও প্রাকৃতিক দৃশ্যাবলি অসাধারণভাবে ফুটিয়ে তুলতে সফল হয়েছেন নির্মাতারা।
ওভারওয়াচওভারওয়াচওভারওয়াচ: ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট তাদের ওভারওয়াচ গেমটি দিয়ে এ বছর গেম জগতে তাক লাগিয়ে দিয়েছে। টিম-ভিত্তিক মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটার গেম এটি। এ বছরের সফল মাল্টিপ্লেয়ার গেমের তকমা পেয়েছে ওভারওয়াচ।
ওয়াচ ডগস ২ওয়াচ ডগস ২ওয়াচ ডগস ২: ইউবিসফট নির্মিত সাড়া জাগানো গেম ওয়াচ ডগস টু এ বছর সাড়া ফেলেছে। সানফ্রান্সিসকো সেটিংভিত্তিক এই গেমটিতে মূল চরিত্র মার্কাস হলওয়ে। রকস্টারের গ্র্যান্ড থেপ্ট অটোর চেয়ে আধুনিক গেম হিসেবে তৈরি করা হয়েছে গেমটি।
ডার্ক সোলস থ্রিডার্ক সোলস থ্রিডার্ক সোলস থ্রি: এ বছরের আলোচিত গেমগুলোর একটি ছিল ডার্ক সোলস থ্রি। এর আগের সংস্করণের চেয়ে নানা দিক থেকে গেমটি উন্নত করা হয়েছে। কিছু ইউনিক বস তৈরি করে গেমটিকে কিছুটা কঠিন করে তোলা হয়েছে।
ব্যাটলফিল্ড ওয়ানব্যাটলফিল্ড ওয়ানব্যাটলফিল্ড ওয়ান: ব্যাটলফিল্ড সিরিজের হালনাগাদ গেমটি প্রথম বিশ্বযুদ্ধের কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক আর্টসের তৈরি গেমটি এ বছরে বেশ জনপ্রিয় হয়েছে।
টাইটানফল টুটাইটানফল টুটাইটানফল টু: টাইটানফল সিরিজের দ্বিতীয় গেম। এর সিঙ্গল-প্লেয়ার ক্যাম্পেইনে প্লেয়ারেরা রাইফেলম্যান পাইলট জ্যাক কুপার চরিত্রে বিটি-৭২৭৪ নামের একটি এআই নিয়ন্ত্রিত টাইটানের বিরুদ্ধে লড়তে পারেন। পিএসফোর, এক্সবক্স ওয়ান ও পিসির জন্য গেমটি।
অন্যান্য: এ বছরে অন্যান্য গেমের মধ্যে আলোচনায় ছিল ফিফা ১৭, গিয়ার্স অব ওয়্যার ৪, ডিজঅনার্ড টু, ফায়ারওয়াচ প্রভৃতি।

Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?

সাক্ষাৎকার : হাসান আজিজুল হক ‘আমি আমার শেষ নিয়ে ভাবছি না’