পরামর্শ বিশ্বাস রাখবে, তোমার পরীক্ষা ভালো হবে


পরামর্শ

বিশ্বাস রাখবে, তোমার পরীক্ষা ভালো হবে



জীবনে বড় হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা। এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাস্তবায়ন হওয়া। তাই এ সময় কয়েকটি বিষয় মনে রাখলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। প্রথমত, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে তোমার পরীক্ষা ভালো হবেই। বিশ্বাস করবে অন্যদের চেয়ে তোমার প্রস্তুতি ভালো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তোমার একটা ভালো ফলা হোক এটা সবাই চায়। তাই ভয় না পেয়ে মানসিকভাবে শক্ত হবে। মানসিক দুর্বলতা পরীক্ষা খারাপ হওয়ার কারণ হতে পারে। তোমার প্রস্তুতি যে ভালো, তোমার খাতাটি তার একমাত্র প্রমাণ। তাই খাতাটি হতে হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন। ঘষামাজা, কাটাকাটি করা যাবে না। প্রশ্নে যতটুকু চায়, ঠিক ততটুকু লিখবে। প্রশ্নের উত্তর কোনোভাবে অসমাপ্ত রাখা যাবে না। সব কটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রয়োজনে উত্তর ছোট হোক।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?

সাক্ষাৎকার : হাসান আজিজুল হক ‘আমি আমার শেষ নিয়ে ভাবছি না’