ভাবছেন ফাজলামো করে সবাই এক সাথে
ন্যাড়া হইছে?
না ফাজলামো না!!
এটার নাম ভালোবাসা, বন্ধুর প্রতি
অকৃত্তিম ভালোবাসার বহি:প্রকাশ
প্রশ্ন হলো তাহলে কেন সবাই ন্যাড়া
হতে
গেল?
-বিছানায় শুয়ে থাকা ছেলেটি আজ
ক্যাম্পাসে থাকার কথা,এ্যাসাইনম্য
ান্ট
আর ক্লাস টেস্ট নিয়ে ব্যাস্ত থাকার
কথা,কার্জন হলের সামনে কিংবা মধুর
ক্যান্টিনে বন্ধুদের সাথে চুটিয়ে
আড্ডা
দেবার কথা...
হলো না আর
ঢাকা ভার্সিটিতে ভর্তি হবার
৬মাসের
মাথায় তার শরীরে ধরা পড়ে
মরনব্যাধি
ক্যান্সার!!! একেকটি ক্যামো থেরাপীর
বিষ্ক্রিয়ায় মাথার সব চুল পড়ে গেছে,
বন্ধুরাও তাকে দেখতে আসে ঠিক তার
মতনই করে।
হাজার হোক বন্ধু তো!!?
আচ্ছা এমন ভালোবাসার সংজ্ঞা কি?
এমন বন্ধুদের ছেড়ে কেউ পৃথিবী থেকে
যেতে চাইবে?জাহিদের জায়গায় আজ
আমি আপনি সবাই হতে পারতাম,
শুকরিয়া
মহান রাব্বুল আল-আমিনের কাছে!
সবাই দোয়া করবেন।
আল্লাহ্ যেন ওকে সুস্থ করে দেন(আমিন)


Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?