‘আশিকী’র সঙ্গে দেখা হলো ‘আশিকী টু’র
- Get link
- X
- Other Apps
‘আশিকী’র সঙ্গে দেখা হলো ‘আশিকী টু’র
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই মুহূর্তের স্মৃতি ধরে রাখার জন্য একটি ছবি তোলেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘উদ্যাপন করছি। বিশেষ ফিল্মের একটি অংশ হতে পেরে আমি সব সময়ই গর্বিত।’
হ্যাশট্যাগ দিয়ে শ্রদ্ধা লিখেছেন, ‘“আশিকী”র সঙ্গে “আশিকী টু”র দেখা।’
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকী’ ছবিতে আরও ছিলেন রাহুল রায়। এই ছবির সিক্যুয়েল ‘আশিকী টু’ মুক্তি পায় ২০১৩ সালে। হিন্দুস্থান টাইমস
হ্যাশট্যাগ দিয়ে শ্রদ্ধা লিখেছেন, ‘“আশিকী”র সঙ্গে “আশিকী টু”র দেখা।’
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকী’ ছবিতে আরও ছিলেন রাহুল রায়। এই ছবির সিক্যুয়েল ‘আশিকী টু’ মুক্তি পায় ২০১৩ সালে। হিন্দুস্থান টাইমস
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment