মাশরাফি_বিন_মর্তুজা।
মাশরাফি_বিন_মর্তুজা।
আমি ৫২, ৭১ এর ত্যাগী যুদ্ধাদের দেখীনাই শুনেছি তাদের ত্যাগের কথা,,,,,,
কিন্তু আমি এমন একজন অর্ধ পঙ্গু বীর যোদ্ধাকে দেখেছি,,, যে নিশ্চিত পঙ্গু হয়ে যাবে জেনেও দেশকে প্রতিনিধিত্ব করছে। ডাক্তার বলেছে এই মানুষটা আর একবার ইনজুরিতে পড়লে ওর ঠিকানা হবে হুইল চেয়ার। তা জেনেও গত ১৬ বছর ধরে বাংলাদেশকে সেবা দিয়ে যাচ্ছে। ৭ বার ছুরি, কাচির অপারেশন টেবিল থেকে সরাসরি মাঠ। এ তো শুধু একজনের দ্বারাই সম্ভব। বুক ভরা দেশপ্রেম না থাকলে এমন ঝুঁকি কেউ নিকে পারে না। Boss,,,Boss
টসের পর মাঠে নামার আগে সবাই যখন হাসি খুশিতে ব্যস্ত, তখন #ম্যাশ তার দু পায়ে 30/40 মিনিট ধরে কসট্যাপ পেঁচাতে থাকে। বিজয়ের পর গোটা জাতি যখন আনন্দে ভাসে,,তখন মাশরাফি তার দু পা থেকে সিরিঞ্জ দিয়ে টেনে পানি বের করে।
হ্যাঁ। এতোক্ষণ বলছিলাম #বসের কথা।বাংলার বীর সৈনিক।
পা দুটো বেঈমানি করলেও,, ঘাড়ের রগ বাঁকা করে চ্যালেন্জ করেছেন নিজেকে। চলেছেন অদম্য গতিতে।
স্যালুট। Boss... #মাশরাফি_বিন_মর্তুজা।
এদেশের মানুষ নিজের নাম ভুলে যেতে পারে। কিন্তু তোমার নাম ভুলবে না। তুমি এদেশের তরুন প্রজন্মকে শিখেয়েছো,, কিভাবে বুকের সিনা টান করে নিজের আত্ববিশ্বাসের সাথে যুদ্ধ করতে হয়।
Comments
Post a Comment