দিলীপ কুমার সুস্থ আছেন
- Get link
- X
- Other Apps
দিলীপ কুমার সুস্থ আছেন
গত বছরের এপ্রিলের দিকে ৯৪ বছর বয়সী দিলীপ কুমার শ্বাসকষ্ট, জ্বর ও বুকের ইনফেকশনসহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ার সময় শেষ বারের মতো তাঁকে জনসমক্ষে দেখা যায়। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি দেখা গেলেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি।
টুইটে সায়রা বানু লিখেছেন, ‘সৃষ্টিকর্তায় কৃপায় দিলীপ সাহেব সুস্থ অবস্থায় বাসায় আছেন। তিনি বিশ্বাস করেন, পরিবারের সঙ্গে থাকাই তাঁর সবচেয়ে বড় থেরাপি। তিনি কোটি ভক্তের প্রার্থনা ও ভালোবাসায় কৃতজ্ঞ। দিলীপ সাহেব শিগগির টুইটারে ফিরবেন, ইনশাআল্লাহ।’ আইএএনএস।
টুইটে সায়রা বানু লিখেছেন, ‘সৃষ্টিকর্তায় কৃপায় দিলীপ সাহেব সুস্থ অবস্থায় বাসায় আছেন। তিনি বিশ্বাস করেন, পরিবারের সঙ্গে থাকাই তাঁর সবচেয়ে বড় থেরাপি। তিনি কোটি ভক্তের প্রার্থনা ও ভালোবাসায় কৃতজ্ঞ। দিলীপ সাহেব শিগগির টুইটারে ফিরবেন, ইনশাআল্লাহ।’ আইএএনএস।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment