ভারত-পাকিস্তান ভাগ ও একটি প্রেমের গল্প
- Get link
- X
- Other Apps
ভারত-পাকিস্তান ভাগ ও একটি প্রেমের গল্প
ভগবান সিংয়ের ছেলের বউ মাইনি বলছিলেন, ‘নিজেদের বিয়োগান্ত ঘটনার কথা তাঁরা বিনিময় করেছেন। এটা এমন এক ব্যাপার যে নিয়তি তাঁদের একসঙ্গে আরও একবার আনল। যে কারণেই হোক, পরিবারছাড়া হয়েও একসময়ে আবার তাঁদের দেখা হয়।’
মাইনি বলেছেন, ‘যে জীবন তাঁরা হারিয়ে ফেলেছিলেন, তা আবার একসঙ্গে পাওয়ার সাক্ষ্য হয়ে আছে জ্যাকেট ও ব্রিফকেস।’ ওই জ্যাকেট ও ব্রিফকেস এখন দেশভাগের স্মৃতি নিয়ে তৈরি ভারতের জাদুঘরের সবচেয়ে মূল্যবান বস্তু।’
আগামী বছরের শুরুর দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরে রাখা ছবি, চিঠিপত্র, অডিও রেকর্ডিং, অফিশিয়াল নথি, মানচিত্র, সংবাদপত্রের কাটিংসহ দেশভাগের স্মৃতিজড়িত নানা বস্তু ও জিনিসপত্র সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
দেশভাগ নিয়ে ১৭ হাজার বর্গফুটের দোতলার ওই জাদুঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিকা আহলুওয়ালিয়া বলেছেন, ‘এই জাদুঘরটি দেশভাগের স্মৃতি নিয়ে তৈরি। এটি দেশভাগের বিষয় নিয়ে সবচেয়ে ব্যাপক এবং বিশ্বের এ ধরনের একমাত্র জাদুঘর।’ সূত্র: বিবিসি
দেশভাগ নিয়ে এই সময়ের পত্রিকায় প্রকাশিত খবর। ছবি: সংগৃহীত
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment