নতুন স্মার্টফোন



নতুন স্মার্টফোন

 স্প্লিট (বিভক্ত) স্ক্রিন সুবিধার প্রিমো এস ফাইভ স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। এই সুবিধার মাধ্যমে আঙুলের ছোঁয়ায় নিচ থেকে ওপরের দিকে টেনে স্ক্রিন দুই অংশে ভাগ করা যাবে। এতে পর্দার দুই অংশে একই সঙ্গে দুটি অ্যাপ চালানো যাবে। স্মার্টফোনটিতে থাকছে চতুর্থ প্রজন্মের কর্নিং গরিলা কাচের সাড়ে ৫ ইঞ্চি পর্দা, ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ৩ গিগাবাইট র্যা ম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ১২৮ গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ, পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩১৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম। পাওয়া যাবে নীল ও সোনালি রঙে। দাম ১৪,৯৯০ টাকা।
বিজ্ঞপ্তি

Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?