বরের সাজ
- Get link
- X
- Other Apps
বরের সাজ
পোশাক বিয়েতে সাধারণত অফ হোয়াইট, মেরুন, সোনালি—এই তিন রঙের শেরওয়ানি পরছে ছেলেরা। অনেকে আজকাল কনের পোশাকের সঙ্গে মিলিয়ে শেরওয়ানিও পরছে। কেউ স্টোন বসানো বা এমব্রয়ডারির কাজ করা আবার কেউ হালকা কাজের শেরওয়ানিও বেছে নিচ্ছে। আবার রুচি মোতাবেক খাটো কিংবা লম্বা শেরওয়ানি পরছে। বউভাতে বরকে ফরমাল গেটআপেই বেশি ভালো লাগে। ভিন্ন রকম লুক নিয়ে আসতে আজকাল অনেকেই প্রিন্স কোটকে বেছে নিচ্ছে বউভাতের পোশাক হিসেবে। সোনালি, কালো বা হালকা কোনো রঙের হতে পারে পোশাক। স্যুটে গাঢ় রং নিয়ে আসা যেতে পারে। যেমন চকলেট, মেরুন, গাঢ় নীল। স্যুটের সঙ্গে শার্ট ও টাই নির্বাচন করুন সচেতনভাবে।
অনুষঙ্গঅনুষঙ্গ হিসেবে গলায় সোনার চেইন, হাতে আংটি ও ঘড়ি থাকতে পারে। স্যুট বা কোটের সঙ্গে চকচকে শু ফরমাল লুক নিয়ে আসবে আপনার পুরো সাজসজ্জায়।
দরদামলুবনান, ওটু, রিচম্যানে পাওয়া যাচ্ছে ছেলেদের শেরওয়ানি ৬০০০ থেকে ১৮০০০ টাকার মধ্যে। স্যুটের দাম ৬০০০ থেকে ৭৫০০০ টাকা।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment