অরুণাচলে দালাই লামার সফর আবার ভারতকে হুঁশিয়ারি চীনের
- Get link
- X
- Other Apps
অরুণাচলে দালাই লামার সফর
আবার ভারতকে হুঁশিয়ারি চীনের
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বেইজিংয়ে গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা এই সংবাদে (দালাই লামার সফর) অত্যন্ত উদ্বিগ্ন। চীন-ভারত সীমান্তের পূর্বাঞ্চলের বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার এবং সংগতিপূর্ণ।’ তিনি এ সময় তিব্বত ইস্যুতে চীনের ‘রাজনৈতিক প্রতিশ্রুতির’ প্রতি সম্মান দেখাতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।
লু কাং আরও বলেন, দালাই লামা ‘লজ্জাজনকভাবে’ বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত। এরপরও ভারত তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হবে।
এর আগে গত ৩ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখমাত্র কেং শুং বলেন, অরুণাচল প্রদেশ সফরে দালাই লামাকে ভারতের অনুমতি দেওয়ার খবরে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি বলেন, ‘এ ধরনের সফরে চীন-ভারত সম্পর্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভারতের প্রতি রাজনৈতিক প্রতিশ্রুতি বজায় রাখার এবং চীন-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছি।’
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment