কাল সোহরাওয়ার্দী এলাকায় না যেতে ডিএমপির অনুরোধ
- Get link
- X
- Other Apps
কাল সোহরাওয়ার্দী এলাকায় না যেতে ডিএমপির অনুরোধ
সম্মেলন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আজ বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, সম্মেলনে সৌদি আরবের মক্কা-মদিনার মসজিদে হারাম, মসজিদে নববীর খতিবসহ বাংলাদেশের প্রায় দুই লাখ ওলামা-মাশায়েখ অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। এ জন্য অনুষ্ঠানস্থল ও আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির কমিশনার এসব এলাকায় যেমন নিউমার্কেট, বসুন্ধরা শপিং সেন্টারে বিশেষ প্রয়োজন ছাড়া না যেতে নগরবাসীকে অনুরোধ করেন। অনুষ্ঠানস্থলের আশপাশে ২৫টি জায়গায় ডাইভারশন দেওয়া হবে।
বিশেষ কোনো কারণে নিরাপত্তা এত জোরদার করা হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিরাপত্তার কোনো সংকট নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আইপিইউর সম্মেলন শেষ করতে পেরেছি। ওলামা-মাশায়েখ সম্মেলন সাফল্যমণ্ডিত করতে ও যানজটে যেন নগরবাসীর দুর্ভোগ না হয় সে জন্য এসব উদ্যোগ।
ব্রিফিংয়ে উপস্থিত থাকা ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য শেখ মো. আবদুল্লাহ বলেন, বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। মক্কা-মদিনা মসজিদের খতিব বয়ান করবেন। যাঁরা আগ্রহী তাঁরা টিভিতে দেখতে পারবেন। নিমন্ত্রণপত্র ছাড়া কাউকে না আসার অনুরোধ করেন তিনি।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment